সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ছবিতে বর্ডার লাগাবেন যেভাবে

ছবিতে বর্ডার লাগাবেন যেভাবে

১. প্রথমে যে ছবিতে আপনি বর্ডার লাগাতে চান তা ফটোশপে ওপেন করুন।

২. এবার ছবির ভিতরের দিকে বর্ডার দিতে Select menu তে আসুন এবং নির্বাচন করুন Select All.

৩. Select menu থেকে নির্বাচন করুন Modify > Border. যে dialog box আসবে তাতে আপনার বর্ডারের pixel size দিন।

৪. এবার বাম দিকের color palette থেকে একটা পছন্দসই একটা কালার নির্বাচন করুন।

৫. এবার Edit menu থেকে Fill নির্বাচন করুন।.এখান থেকে পছন্দসই option বেছে নিন। শেষে OK করুন।

ছবি


৬. একটা ডিজাইন যদি পছন্দ না হয় তাহলে Undo (Ctrl+Z) করে অন্য আরেকটা বেছে নিন । শেষে আউটপুট দেখুন। আর দকার হলে Save (Ctrl+S) করে ফেলুন।

ছবি

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।