সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: কিভাবে DHCP Server 2003 -এ IP Scope তৈরি করবেন ?

কিভাবে DHCP Server 2003 -এ IP Scope তৈরি করবেন ?

DCHP Server হল আইপি বণ্টনকারি সার্ভার যে কিনা তার ক্লায়েন্ট কম্পিউটারকে আইপি দিয়ে থাকে। প্রত্যেক কম্পিউটারের তার নিজস্ব করে একটি আইপি থাকে। আর এই আইপি ঐ কম্পিউটারকে আলাদা করে রাখে একই নেটওর্য়াকের অন্যান্য কম্পিউটার থেকে।


কিভাবে আপনি আপনার DCHP Server 2003  IP Scope তৈরি করবেন ?

যা প্রয়োজনঃ
* সার্ভার ২০০৩, যার মধ্যে এক্টিভ ডিরেক্টরি এবং DCHP Server ইন্সটল থাকতে হবে।

আপনাদের সুবিধার জন্য আমার তৈরি করা নিচের ভিডিওটি দেখুন কিভাবে DHCP Server 2003 -IP Scope তৈরি করবেন।

নোটঃ এই ভিডিওটি দেখুন 480p Quality

1 টি মন্তব্য:

  1. এমদাদ ভাই সত্যি ভাল লাগল। তবে আপনার ব্লগটাতে ঢুকতে এত টাইম লাগছে যে পেজ এরর আসে। বুঝলাম না। ধন্যবাদ।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।