সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: অ্যাডোব ফটোশপের রজতজয়ন্তী

অ্যাডোব ফটোশপের রজতজয়ন্তী


ছবি সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ রজতজয়ন্তী উদ্যাপন করেছে। ছবি সম্পাদনার ক্ষেত্রে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ সফটওয়্যারটির প্রাথমিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। প্রকৌশলী থমাস নোল ব্যক্তিগত একটি প্রকল্প হিসেবে ফটোশপ তৈরির কাজ শুরু করেন। শুরুতে এ প্রকল্পটির নাম ছিল ‘ডিসপ্লে’। পরবর্তী সময়ে এতে যুক্ত হয় আরও নানা ধরনের বৈশিষ্ট্য। ১৯৮৯ সালে অ্যাডোবির কাছে এ সফটওয়্যারটি বিক্রির আগ পর্যন্ত নিজেদের প্রকল্প হিসেবেই এটিকে ব্যবহার করেছিলেন থমাস নোল। পরে ১৯৯০ সালের ১৯ ফেব্রুয়ারি ফটোশপ নাম দিয়ে ছবি সম্পাদনা করার সফটওয়্যারটি বাজারে ছাড়ে অ্যাডোব।

২৫ বছর পূর্তি উপলক্ষে সফটওয়্যারটির নির্মাতা থমাস নোল এর নৈতিক ব্যবহারের জন্য সবার প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘ফটোশপ শব্দটি ইংরেজি ভাষায় স্থান করে নিয়েছে, এটা আমার জন্য অনেক গর্বের।’ তবে এই ফটোশপকেই ব্যবহার করে বিকৃত ছবির বিষয়ে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন থমাস। এ জন্য সফটওয়্যারটির সাহায্যে যাতে খারাপ কাজ না হয় সে অনুরোধ জানিয়েছেন তিনি। —অ্যাডোবি ব্লগ ও পেটা পিক্সেল অবলম্বনে কাজী আলম
সূত্রঃ প্রথম আলো০০:১৪, ফেব্রুয়ারি ২২, ২০১৫

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।